
ফটিকছড়ি উপজেলাধীন হাইদচকিয়া গ্রামের ঐতিহ্যবাহী গুপি মাষ্টার বাড়ীর সন্তান, হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে আজীবন দাতা সদস্য, হাইদচকিয়া গৌতমাশ্রম বিহার কমপ্লেক্স এর সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সম্মানিত উপদেষ্টা এবং হাইদচকিয়া গৌতমাশ্রম পালি কলেজের আজীবন অধ্যক্ষ বাবু ক্ষিতিশ চন্দ্র বড়ুয়া ২৫ মে ২০২৩ইং তারিখে দুপুর বেলা ২ঃ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২৬ মে ২০২৩ ইং তারিখে তার নিজ বাড়ীতে শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইদচকিয়া গৌতমাশ্রম বিহার কমপ্লেক্স এর অধ্যক্ষ ভদন্ত রতন প্রিয় মহাস্থবির। প্রধান জ্ঞাতি ভদন্ত আর্যমিএ মহাস্থবির, অধ্যক্ষ হাইদচকিয়া শান্তি ধাম বিহার। প্রধান অতিথি ভদন্ত বিজয়ানন্দ থের, অধ্যক্ষ হরিণা অমৃতধাম বিহার। প্রধান ধর্মদেশক ভদন্ত সুমনজ্যোতি থের, অধ্যক্ষ চন্দ্ররাখীল শান্তি ধাম বিহার। এ ছাড়াও সমাজের বিশিষ্ট গুনিজন হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আফতাব উদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। প্রকৌশলী বাবু মৃগাংঙ্ক প্রসাদ বড়ুয়া, সহ সভাপতি বাংলাদেশ বৌদ্ধ সমিতি ও সম্মানিত উপদেষ্টা হাইদচকিয়া গৌতমাশ্রম বিহার কমপ্লেক্স। আলহাজ্ব গোলাম নুর প্রিন্সিপাল হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ। অনজন কুমার বড়ুয়া, সভাপতি হাইদচকিয়া গৌতমাশ্রম বিহার কমপ্লেক্স। লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। প-িত নিরোদলীলা গীতা বিদ্যাপীঠ সভাপতি প-িত তরুণ কুমার আচার্য কৃষ্ণ। গৌতম সেবক বড়ুয়া প্যানেল চেয়ারম্যান ৬ নং পাইন্দং ইউনিয়ন। সাহাবু চৌধুরী, সভাপতি ৬ নং পাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগ শাখা। আরো অনেক গুনি জন ও আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পবন বড়ুয়া পঙ্কজ, সাধারণ সম্পাদক হাইদচকিয়া শান্তি ধাম বিহার।