
রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পোমরায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী (ইট) ও নগদ অর্থ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন উত্তর পোমরা বহুমুখী একতা সংসদ। গত ১৪ এপ্রিল শুক্রবার বিকেলে এসব বিতরণ করা হয়। পোমরা ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুস সবুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন। সংগঠনের সম্মানিত সভাপতি মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ সাবের, সদস্য মোহাম্মদ শাহজাহান বাদশা, মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনের জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সিলি-ার বিস্ফোরণে সম্পদের ক্ষতি হলেও প্রাণহানি থেকে রক্ষা পাওয়ায় মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করে দোয়া করেন মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন।